বরিশালে ভোক্তা অধিকারের অভিযান

বরিশালে ভোক্তা অধিকারের অভিযান

বরিশাল নগরীর বাজার তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) এয়ারপোর্ট থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা  এবং সুমি রানী মিত্র।

সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানিয়েছেন, মাধপ পাশা এলাকার সন্তোষ শাহ্ স্টোর, শরিফ মেডিসিন হাউস, গরিয়ারপার এলাকার মিজান মেডিকেল হল এবং দূর্গা সাগর এলাকার বৈসাখী এন্ড কনফেকশনারী ফাস্টফুড প্রতিষ্ঠানে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।